• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৫৭ | জুলাই ২০১৪ | ছোটদের পরবাস | কবিতা
    Share
  • খুশির পদ্য : কৃষ্ণা বসু


    পুজোর দিনে হইচই আর হুল্লোড়েতে মাতি,
    পুজোর দিনে নিশ্চই চাই সারাদিনের সাথী
    সাথী তো চাই, বেড়ানো চাই, রঙিন জামা চাই
    পোশাক আছে হরেকরকম, বল না কোথায় যাই?
    উত্তরে যাই, দক্ষিণে যাই, পুবে বা পশ্চিমে
    ঠাকুর দেখবো সারারাতের অল্প অল্প হিমে
    ঠাকুর শুধু? প্যাণ্ডেল নয়? আলোর কাজও দেখি,
    আলু কাব্‌লি, ফুচকাওলা, রোলের দোকান, একি!
    পাড়ার মাঠে মেলা বসেছে নানান জিনিস নিয়ে
    টাকা কোথায়? টাকা তো চাই! কিনবো কিসব দিয়ে?
    মায়ের কাছে, বাবার কাছে বায়না করে ঠিক,
    জোগাড় করবো খুশির রসদ, ছুটবো দিক্‌বিদিক!
    সারাবছর তাকিয়ে রই খুশির পুজোর দিকে,
    অন্যসকল উৎসব তাই হয়ে আসছে ফিকে।
    শানাই বাজছে সকাল থেকে পুজোর আঙিনায়
    দশহাত দিয়ে মা জননী ডাকছে আমায়, 'আয়'!


    অলংকরণ (Artwork) : অলংকরণঃ অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)