• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ২৭ | আগস্ট ২০০২ | রম্যরচনা
    Share
  • কথার কথা : সোডা জল

    -- ব্যাক টু গ্যাঞ্জামের প্রশ্ন -- অন্য একটা ভাষা ব্যবহার করলে সেটা ক্রিপ্টোগ্রাফি হয় কি না -- অংকস্যার শুরু করতে যাচ্ছিলেন । তার আগেই গ্যাঞ্জাম হাত তুলে ফেলেছে -- বুঝে গেছি স্যার । এই ন্যাভাহোদের গল্পটাই তো তাই । অন্য একটা ভাষা দিয়ে ক্রিপ্টোগ্রাফির কাজ হচ্ছে ।

    -- ওয়েট, ওয়েট, তাড়াহুড়ো করিস না -- অংকস্যার থামিয়ে দিলেন -- এখানে কী হচ্ছে একটু খেয়াল করে দ্যাখ । ন্যাভাহো ভাষার শব্দগুলো ব্যবহার করা হচ্ছে । মানে, বলতে পারিস ওদের অভিধানটা । কিন্তু শুধু অভিধান দিয়ে কি ভাষা তৈরি হয় ? ব্যাকরণটা যাবে কোথায় ? ইন ফ্যাক্ট, ভাষাতাত্ত্বিকদের কাছে কিন্তু ব্যাকরণের গুরুত্বটাই বেশি । এখানে শব্দগুলো ন্যাভাহো হলেও ব্যাকরণটা কিন্তু ইংরেজির ।

    -- ব্যাকরণটাই আসল বলছেন ? আমার মেয়ে আবার ওটায় তেমন -- সত্যসাধনের মুখ কাঁচুমাচু ।

    কংকাবতী মুখচোখ লাল করে ফেললেন । কবে কোন পরীক্ষায় `রত্নাকর' শব্দের সমাস ভেঙে `রত্না, যা পারিস কর' লিখে শোরগোল ফেলে দিয়েছিলেন সে-কথা আজও কিংবদন্তী হয়ে আছে । আরেকবার `পরিমণ্ডল' শব্দের মানে লিখেছিলেন -- অনাদি মণ্ডলের সেজ মেয়ে । কথাটা এক হিসেবে মিথ্যে নয় । কিন্তু সে গল্প আজও ইস্কুলের বাংলা ক্লাসের অন্যতম আকর্ষণ ।

    অংকস্যার বললেন -- একশোবার । বিভিন্ন ভাষার ব্যাকরণের দিকে তাকালে চমকে যেতে হয় । একেবারে আদিম উপজাতিদের ভাষাতেও এমন জটিল ব্যাকরণ আছে যে ভাবা যায় না । আবার ব্যাকরণ বলতেই যেসব জিনিস মনে হয়, তার বেশ কিছু বাদ দিয়েও এক একটা ভাষা দিব্যি চালিয়ে গেছে । নিউ গিনিতে কিছু ভাষা আছে যাতে কোন কাল নেই -- ইংরেজিতে যাকে বলে টেন্স্‌, আবার অস্ট্রেলিয়ায় এমন ভাষাও আছে -- যাতে ক্রিয়াপদ মোটে তিনটে ।

    -- এ আর আশ্চর্য কী -- মেজোদাদু অবিচলিত -- বাংলায় কটা লাগে মোহন ? খাওয়া আর শোয়া -- তিন নম্বরের কি দরকার আছে ?

    -- তাহলে সংকেত বানাতে যদি অন্য একটা ভাষা ব্যবহার করা হয়, সেই ভাষার ব্যাকরণটাও চাবির মধ্যে ঢুকে পড়ছে ? -- কংকাবতী আলোচনাটা ঘোরাতে চান ।

    -- আলবৎ । একটা বাংলা বাক্যকে যদি ফরাসীতে অনুবাদ করা হয় আর সেটাকেই সংকেত হিসেবে কাজে লাগানো হয়, তাহলে সংকেত ভাঙার চাবি হল পুরো অনুবাদের পদ্ধতিটা -- তাতে অভিধান, ব্যাকরণ সব ঢুকে পড়ছে । কিন্তু আস্ত একটা ভাষার ব্যাকরণ আবিষ্কার করা ক্রিপ্টোঅ্যানালিসিসের কাজ না । ভাষাতত্ত্বের কাজ । সেজন্য এ ব্যাপারটাকে ঠিক ক্রিপ্টোগ্রাফির আওতায় ফেলা যাবে না ।

    অংকস্যার জলের গ্লাসে চুমুক দিলেন । বাগানে তিনটে চড়ুই অনেকক্ষণ ধরে কিচিরমিচির শুরু করেছে । মেজোদাদু নিবিষ্টভাবে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন -- ভাষাটা ফলো করার চেষ্টা করছি । মোহন এসব কিছু জানো নাকি ?

    অংকস্যার বললেন -- আজ্ঞে না । তোতা কি ময়না রাধেকৃষ্ণ বললে বুঝতে পারি -- ওই পর্যন্ত ।

    সত্যসাধন বললেন -- সব পাখি কিন্তু বলে না । আমি একবার একটা টিয়া কিনেছিলাম -- সারাক্ষণ শুধু গালাগালি দেয় । একদিন আমাদের ডিরেক্টরকে বাড়িতে নিয়ে এসে বেইজ্জতির একশেষ । পরদিনই বিদেয় করলাম । যাওয়ার সময় যা নয় তাই বলে গেল । অথচ দুটো ভালো কথা শেখাতে কম চেষ্টা করেছি !

    -- এসব ভেতরের ব্যাপার । জোর করে কি শেখানো যায় ? -- অংকস্যার সান্ত্বনা দিলেন -- মনে ভক্তি এলে আপনিই বলবে । বাল্মীকির কেসটাই দেখুন, রাম উচ্চারণ করতে কত কাঠ খড় পোড়াতে হল !

    কংকাবতী বললেন -- আমাদের এক প্রফেসর নাকি একটা কাকাতুয়াকে ডিফারেনশিয়াল ক্যালকুলাসের সবকটা ফর্মুলা শিখিয়ে দিয়েছেন । সে-ই শুনেছি ক্লাসটাস নেয় । ভদ্রলোক কলেজের পুকুরে মাছ ধরেন ।

    মেজোদাদু এসব শুনছিলেন কি না বোঝা গেল না । চড়ুইদের থেকে ঘাড় ঘুরিয়ে বললেন -- মুরগি, মুরগি ! মুরগির মতো পাখি কোথায় ? কী ঠ্যাং ! কী টেস্ট ! আহা !

    -- অ্যা: -- গাংলু মুখ ভেটকাল ।

    অংকস্যার বললেন -- মুরগিকে ওরকম তুচ্ছতাচ্ছিল্য করিস না গাংলু । ঘোষবাবু কত সম্মান করেন ! ওরকম মুখ বেঁকালে ওদের মনে লাগবে না ? মুরগি বলে কি মানুষ নয় ?

    -- ক্লাসটা চালিয়ে গেলে হয় না স্যার ? -- গ্যাঞ্জাম এই পক্ষীতত্ত্ব কাটিয়ে বেরোতে চায় ।

    -- আচ্ছা, চলুক -- অংকস্যার শুরু করলেন -- অ্যান্টোয়ান রেজিনল (ত্রিঞধঠত্রং ওংযযঠভত্রধত্‌) নামে একজন ফরাসী ভদ্রলোক একটা সাংকেতিক লিপি ভেঙে ফরাসী বাহিনীকে একটা যুদ্ধ জিততে সাহায্য করেন । সেই থেকে ফ্রান্সের সরকার বিভিন্ন সংকেত ভাঙতে তাঁকে ডেকে পাঠাত । ভদ্রলোক মারা যাওয়ার পরে তাঁর ছেলে আরো পরে তাঁর নাতি কাজটা চালিয়ে যায় । একটা সময় সরকার এরকম বেশ কিছু ক্রিপ্টোগ্রাফারকে নিয়ে একটা বিভাগ গড়ে তোলে যার নাম হল ব্ল্যাক চেম্বার ।

    অষ্টাদশ শতাব্দীতে ইউরোপে এই ব্ল্যাক চেম্বার ব্যাপারটা বেশ চালু হয়ে যায় । ভিয়েনাতে যে ব্ল্যাক চেম্বার ছিল, তারা বিদেশী সব দূতাবাসের চিঠি খুলে, তার নকল করে, চিঠিগুলোকে আবার সিল করে পোস্টাপিসে পাঠিয়ে দিত । তাছাড়া আরো নানা সামরিক বা রাজনৈতিক সংকেতলিপির পাঠোদ্ধার করতে হত । এক একদিন সব মিলিয়ে প্রায় শ'খানেক চিঠির সংকেত ভাঙতে হত ।

    আঠেরশো চুয়াল্লিশ নাগাদ টেলিগ্রাফ আবিষ্কারের সঙ্গে ক্রিপ্টোগ্রাফির ক্ষেত্রে একটা বড় পরিবর্তন এল । টেলিগ্রাফ এমন একটা সুযোগ এনে দিল যে যুদ্ধের সময় বেস কমাণ্ডার আর ফিল্ড কমাণ্ডার সরাসরি যোগাযোগ রাখতে পারে । ফলে সাংকেতিক বার্তার প্রয়োজন অনেক বেড়ে গেল । সাধারণ মানুষের উত্সাহও বাড়ল । অনেকেই নিজেদের মতো করে সংকেত বানানোর পদ্ধতি তৈরি করল ।

    এদিকে ব্ল্যাক চেম্বারগুলো ঠিকঠাকই কাজ করছিল । কিন্তু দেখা গেল সে সময়ে তেমন কোন যুদ্ধটুদ্ধের সম্ভাবনা নেই । খামোখা সেগুলোকে চালু রেখে আর কী হবে ? তাই আঠেরশো পঞ্চাশ নাগাদ সব ব্ল্যাক চেম্বারেই তালাচাবি মেরে দেওয়া হল ।

    -- ছি ছি ! কী অন্যায় ! স্রেফ একটা যুদ্ধের অভাবে কত নিরীহ লোকের চাকরি গেল । -- মেজোদাদু রীতিমত ক্ষুব্ধ ।

    সত্যসাধন বললেন -- কোনভাবে একটা বাধিয়ে দেওয়া যেত না ?

    কংকাবতী বললেন -- ইচ্ছে থাকলেই উপায় হয় । এই তো কলেজে সেদিন ইণ্ডিয়া ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করেনি বলে ছুটি হয়ে গেল ।

    গ্যাঞ্জাম বলল -- ব্রাজিল যেদিন হারল, সবাই কালো ব্যাজ পরে গিয়েছিলাম । হেডস্যার ছলছল চোখে ক্লাস ছেড়ে দিলেন ।

    অংকস্যার বললেন -- এরপর ফ্রেডরিক কাজিস্কি ক্রিপ্টোঅ্যানালিসিসে এমন একটা কাজ করলেন -- যাতে করে তখন অবধি চালু প্রায় সমস্ত সংকেতই ভেঙে ফেলা যায় । হিসেবটা এরকম । প্রথমে খুঁজে বের করতে হবে সংকেতের মধ্যে কোন শব্দ কতক্ষণ পরে ফিরে আসছে । একটা শব্দ ফিরে আসা মানে খুব সম্ভব একঈ মূল শব্দের ওপর একটা চাবি লাগিয়ে শব্দটা পাওয়া যাচ্ছে । তার মানে চাবিটা কিছুক্ষণ পরে ফিরে আসছে । এখান থেকে চাবিটা কত লম্বা বের করে ফেলা যাবে । তারপর সেই দূরত্বের প্রতিবর্ণগুলোর মধ্যে কালকাশন্দির কায়দায় কোনটা কতবার আছে হিসেব করে সংকেতটা ভেঙে ফেলা সম্ভব ।

    -- চড়ুইভাতি শব্দটা কী করে এল বলো তো মোহন ? চড়ুই দিয়ে ভাত খেয়ে দেখেছ কোনদিন ? -- ব্যাপারটা যে বেজায় জটিল হয়ে গেছে মেজোদাদুর কথাতেই পরিষ্কার । অংকস্যার হাওয়া বুঝে পাততাড়ি গোটালেন । সত্যসাধনও ঘড়ি দেখে তাড়াতাড়ি উঠে পড়লেন । সবাই বেরোচ্ছেন, মেজোদাদুর হঠাৎ যেন মনে পড়ল -- সামনের রোববার এখানেই সবার নেমন্তন্ন । মাকেও নিয়ে এসো মোহন ।

    গাংলু ফিস ফিস করে বলল -- বিবাহবার্ষিকী ।

    সত্যসাধন বললেন -- বেশ বেশ ।

    অংকস্যার এগিয়ে গিয়েছিলেন । গেটের কাছ থেকে ঘাড় ঘুরিয়ে চেঁচালেন -- কার বিবাহবার্ষিকী ঘোষবাবু ?

    কিন্তু ততক্ষণে মেজোদাদু আবার চড়ুইদের ভাষা ফলো করতে ব্যস্ত হয়ে পড়েছেন ।



    ১০
    ১১ ১২
    ১৩ ১৪ ১৫
    ১৬
    ১৭
    ১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩
    ২৪ ২৫
    ২৬ ২৭
    ২৮ ২৯


    &#২২২;&#২০১;&#১১৪;&#২০১;&#২২২;&#২০১;&#৬৫;&#১১৪;&#৯;&#৯;&#৯;&#৯;&#৯;&#৯;&#৯;&#৯;&#৯;

    &#৪৯;&#৪১;&#৩২;&#৯০;&#১৬৮;&#৯৯;&#৩২;&#১২৬;&#৬৪;&#২১৬;&#৬৫;&#১০৫;&#৮৩;&#৩২;&#২৪৬;&#২১৩;&#১৯২;&#১৬৯;&#২০১;&#৩২;&#১৯২;&#১৬৯;&#২০১;&#২০৪;&#৩২;&#১৭৪;&#২০১;&#৬৬;&#৩২;&#১০৬;&#৩২;&#২৪৬;&#২০৪;&#১৬৯;&#১৯২;&#৮৩;&#৯;&#৩২;&#১২৪;&#৯;&#৯;&#৯;&#৯;&#৫৩;&#৪১;&#৩২;&#১২৬;&#৬৫;&#১৬৩;&#২৪০;&#৩২;&#১৭৪;&#২০১;&#৮১;&#২১৬;&#১০২;&#৩২;&#২৪৬;&#২১৩;&#৮৫;&#৪৪;&#৩২;&#৮৩;&#২০১;&#১৯২;&#৮৪;&#২০১;&#৩২;&#১২৪;&#৯;&#৯;&#৯;&#৯;&#৯;&#৯;&#৫৭;&#৪১;&#৩২;&#৮২;&#২০৪;&#৩২;&#৮৯;&#১৭৬;&#২২১;&#৩২;&#৮৩;&#২০৪;&#৮৪;&#৩২;&#১৬৯;&#২০১;&#১১৩;&#৩২;&#৯০;&#২০১;&#১১৩;&#৩২;&#১২৪;&#৪৯;&#৪৮;&#৪১;&#৩২;&#১৭২;&#২১৬;&#৮৫;&#৩২;&#১৯২;&#৯০;&#১৯২;&#৮৫;&#৩২;&#১০৬;&#৬৪;&#২১৬;&#৩২;&#৮৫;&#২০১;&#৯০;&#৩২;&#৮৪;&#২০১;&#২০৪;&#৯৯;&#৪৪;&#৩২;&#১০৬;&#২০৪;&#২১৩;&#৮৪;&#৩২;&#৮৩;&#২২১;&#৩২;&#১২৪;&#৪৯;&#৪৯;&#৪১;&#৩২;&#৬৪;&#২১৬;&#২০১;&#১৯২;&#৯৯;&#২০৪;&#১০২;&#১৯২;&#১৬৯;&#৩২;&#৮৩;&#২০১;&#১৯২;&#৯৯;&#৩২;&#৯৯;&#২০১;&#৮৪;&#২০১;&#৪৪;&#৩২;&#১৯২;&#২২২;&#১১৮;&#২০১;&#১৯২;&#৮৩;&#২০১;&#৩২;&#১০৬;&#৯০;&#১৯২;&#৮৩;&#২০১;&#৩২;&#২৪৬;&#২২১;&#৬৫;&#৮৩;&#৩২;&#১২৪;&#৯;&#৯;&#৯;&#৯;&#৪৯;&#৫০;&#৪১;&#৩২;&#৬৫;&#৯৭;&#৬৫;&#৯৭;&#৩৩;&#৩২;&#১৯২;&#৬৪;&#২১৬;&#৩২;&#২২২;&#২০১;&#২২১;&#৩২;&#৬৫;&#৬৪;&#২১৬;&#৩২;&#৬৪;&#২১৬;&#৮৫;&#৩২;&#৬৩;&#৩২;&#৬৪;&#২১৬;&#৭৪;&#২০১;&#১৯২;&#১১১;&#৩২;&#৭৯;&#৭৪;&#২০১;&#১৭৬;&#৩২;&#৬৫;&#৮৩;&#১৯২;&#২২১;&#৩২;&#৮৫;&#১৯২;&#৬৪;&#২১৬;&#১৯২;&#১১৮;&#৩২;&#৬৩;&#৯;&#৯;&#৯;&#৪৯;&#৫১;&#৪১;&#৩২;&#১৭৪;&#৮৪;&#১৬৮;&#১৯২;&#১৭৬;&#২৫৪;&#৩২;&#১১৯;&#২০১;&#২১৩;&#৩২;&#১১১;&#১৬৮;&#১৯২;&#২২১;&#৩২;&#২০৪;&#৬৫;&#১৭৪;&#৬৪;&#২১৬;&#২০১;&#৩২;&#৬৫;&#৮৩;&#৮৩;&#৩২;&#১৯২;&#১৭৪;&#২০৪;&#২০১;&#৩২;&#১১৯;&#৬৬;&#৮৫;&#৯;&#৩২;&#১২৪;&#৯;&#৯;&#৯;&#৪৯;&#৫৪;&#৪১;&#৩২;&#১৬৯;&#৯০;&#১৯২;&#৮৩;&#২০১;&#৩২;&#৯৯;&#৮৮;&#১১১;&#৩২;&#৯৯;&#১৯২;&#৮৩;&#৩২;&#৮৩;&#৯০;&#৩২;&#১৮০;&#৭৪;&#৬৫;&#৭৯;&#১৯২;&#২২১;&#৯;&#৩২;&#১২৪;&#৯;&#৯;&#৯;&#৯;&#৯;&#৪৯;&#৫৫;&#৪১;&#৩২;&#১৯২;&#৯৯;&#৬৪;&#২১৬;&#১৬৮;&#৯৯;&#৩২;&#২০৩;&#২০১;&#৬৪;&#২১৬;&#২০১;&#৩২;&#৮৩;&#২০১;&#২০৩;&#৩২;&#১৯২;&#৬৪;&#২১৬;&#২০১;&#৮৩;&#২৫২;&#৩২;&#৬৬;&#৮৩;&#৩২;&#৬৬;&#৭৮;&#১৭৬;&#৩২;&#৬৩;&#৯;&#৯;&#৯;&#৯;&#৯;&#৪৯;&#৫৬;&#৪১;&#৩২;&#৮৪;&#৮৫;&#২০১;&#১১৮;&#১৯২;&#৬৪;&#২১৬;&#৩২;&#৬৪;&#২১৬;&#১৯২;&#২০৪;&#৩২;&#১২৬;&#৮৪;&#৮৩;&#৩২;&#৮৩;&#২০১;&#৮৩;&#২০১;&#৮৩;&#৩২;&#৬৫;&#১৬৬;&#৮৪;&#৩২;&#১০৩;&#২০১;&#৬৬;&#২০১;&#৩২;&#১২৪;&#৯;&#৯;&#৯;&#৯;&#৯;&#৫০;&#৫২;&#৪১;&#৩২;&#১২৬;&#৮৩;&#৭০;&#৩২;&#১০৩;&#২০১;&#৯৯;&#৮৩;&#২০১;&#২০৪;&#৩২;&#৬৫;&#১০৩;&#১৬৯;&#৩২;&#৮৪;&#১৯২;&#৮৩;&#৩২;&#১২৪;&#৯;&#৯;&#৯;&#৯;&#৯;&#৯;&#৫০;&#৫৩;&#৪১;&#৩২;&#৬৪;&#২১৬;&#২০১;&#২০৪;&#৩২;&#৯০;&#২০১;&#৮৪;&#৩২;&#২২২;&#১৬৬;&#২১৯;&#১৬৮;&#৬৪;&#২১৬;&#৩২;&#২২২;&#২৫৪;&#২৪৬;&#২০১;&#২০৪;&#৩২;&#৬৩;&#৯;&#৯;&#৯;&#৯;&#৯;&#৯;&#৫০;&#৫৪;&#৪১;&#৩২;&#২২২;&#১৭৪;&#২০১;&#২০৪;&#৩২;&#৬৫;&#১৭৬;&#১৯২;&#৮৫;&#৮৩;&#৪৪;&#৩২;&#১৬৯;&#২০৪;&#৮৫;&#৩২;&#১৯২;&#৯০;&#১৯২;&#৮৫;&#৮৩;&#৩২;&#১২৪;&#৩২;&#৯;&#৯;&#৯;&#৯;&#৯;&#৫০;&#৫৫;&#৪১;&#৩২;&#২২২;&#১১৮;&#১৬৮;&#৩২;&#১৬৬;&#২০১;&#১৮৯;&#২০১;&#২০৪;&#৩২;&#৮২;&#৩২;&#১৯২;&#১০৩;&#২০১;&#৮৫;&#২০১;&#৩২;&#৭৩;&#২০১;&#৮৫;&#৩২;&#৬৫;&#৮৩;&#৮৫;&#৩২;&#১২৪;&#৯;&#৯;&#৯;&#৯;&#৯;&#৫০;&#৫৬;&#৪১;&#৩২;&#১৯২;&#১৬৯;&#২০১;&#৮৪;&#২০১;&#২০৪;&#৩২;&#১৯২;&#১৭৬;&#২৪৬;&#৩২;&#৯৯;&#১৯২;&#৮৫;&#৩২;&#৯৯;&#২০১;&#১৭৬;&#১৯২;&#৮৫;&#৩২;&#১৬৯;&#২০১;&#৬৪;&#২১৬;&#২০১;&#২২১;&#৩২;&#১২৪;&#৯;&#৯;&#৯;&#৯;&#৯;&#৫০;&#৫৭;&#৪১;&#৩২;&#১২৬;&#২০১;&#৬৫;&#৮৩;&#৮৫;&#৩২;&#১৯২;&#৬৪;&#২১৬;&#২০১;&#১৯২;&#৮৫;&#৪৪;&#৩২;&#১২৬;&#২০১;&#৬৫;&#৮৩;&#২২১;&#২০১;&#৩২;&#৮৫;&#১১৩;&#৮৫;&#৩২;&#৬৬;&#৮৩;&#১৬৯;&#২০১;&#৩২;&#১২৪;
    &#১৮০;&#২২২;&#২০৪;&#৬৫;&#৮৩;&#৭৯;

    &#৪৯;&#৪১;&#৩২;&#১০৬;&#৩২;&#৮৪;&#২০১;&#৮৫;&#২০১;&#৩২;&#৬৫;&#৮৩;&#৮৫;&#৩২;&#১৭৪;&#২০১;&#১৬৯;&#৩২;&#২০৪;&#২০২;&#৩২;&#১২৪;&#৩২;&#১০৬;&#১১৩;&#৩২;&#৩৩;&#৯;&#৯;&#৯;&#৯;&#৯;&#৫০;&#৪১;&#৩২;&#১৯২;&#১৬৯;&#২০১;&#৮৪;&#২০১;&#২০৪;&#৩২;&#১৯২;&#২০৪;&#২০১;&#১৯২;&#৭৫;&#৩২;&#১৬৯;&#২০১;&#২০৪;&#৩২;&#১৯২;&#২০৪;&#২০১;&#১১৯;&#৩২;&#১২৪;&#৯;&#৯;&#৯;&#৯;&#৯;&#৯;&#৫১;&#৪১;&#৩২;&#৬৫;&#৮৮;&#১৭০;&#১৬৯;&#১০২;&#২২১;&#৩২;&#৯৯;&#২০১;&#২০৪;&#৩২;&#১৭৪;&#৯৯;&#৩২;&#৮৪;&#২০১;&#১৯২;&#২০৪;&#২০১;&#৩২;&#১২৪;&#৯;&#৯;&#৯;&#৯;&#৯;&#৯;&#৫২;&#৪১;&#৩২;&#৬৬;&#২০১;&#১৬৯;&#১০২;&#২২১;&#৩২;&#৬৪;&#২১৬;&#২০১;&#৮৩;&#১৯২;&#৮৩;&#৩২;&#৬৪;&#২১৬;&#৬৬;&#১৯২;&#৮৩;&#২০৪;&#৩২;&#১৭৪;&#১০২;&#১৬৯;&#২০১;&#৩২;&#৬৩;&#৯;&#৯;&#৯;&#৯;&#৯;&#৫৩;&#৪১;&#৩২;&#৮৪;&#২৪৬;&#২০১;&#৪৫;&#১০৩;&#১৬৮;&#১৯২;&#৮৫;&#২০১;&#৩২;&#৬৪;&#২১৬;&#২০১;&#৬৪;&#২১৬;&#২০১;&#৩২;&#৮৩;&#২০১;&#৮৪;&#১৯২;&#১৬৯;&#২০১;&#৩২;&#৯৯;&#২০১;&#৩২;&#২০৩;&#২০১;&#৬৪;&#২১৬;&#২০১;&#১১৮;&#২০১;&#১১৩;&#৩২;&#১৯২;&#১১৪;&#২৫৪;&#২২১;&#৩২;&#১২৪;&#৯;&#৯;&#৯;&#৯;&#৫৪;&#৪১;&#৩২;&#৬৫;&#৬৪;&#২১৬;&#১৯২;&#১৭৪;&#২০৪;&#৩২;&#১৬৯;&#১৯২;&#২০৪;&#৩২;&#২৪৬;&#২০১;&#২০৪;&#৩২;&#৮৪;&#২০১;&#১৯২;&#৮৩;&#৩২;&#৬৪;&#২১৬;&#২০১;&#৮৫;&#৩২;&#৬৩;&#৯;&#৯;&#৯;&#৯;&#৯;&#৯;&#৫৫;&#৪১;&#৩২;&#১১১;&#২০৪;&#৯৯;&#৩২;&#৯০;&#২০১;&#৬৫;&#৮৩;&#৬৪;&#২১৬;&#৪৪;&#৩২;&#৯৯;&#২০৪;&#৯৯;&#২০১;&#১৭৬;&#৩২;&#২৪৬;&#১৯২;&#৯৯;&#৩২;&#১২৬;&#৬৫;&#১৬৯;&#৩২;&#৬৪;&#২১৬;&#৮৪;&#৩২;&#১৯২;&#২০৩;&#১৯২;&#৬৪;&#২১৬;&#৩২;&#১৯২;&#৯৯;&#১১৪;&#১০২;&#৩২;&#১২৪;&#৯;&#৯;&#৯;&#৯;&#৫৬;&#৪১;&#৩২;&#৬৪;&#২১৬;&#৬৫;&#৯৯;&#২০৪;&#৩২;&#১৬৯;&#২০১;&#৮৫;&#৩২;&#১৯২;&#৬৪;&#২১৬;&#১৯২;&#১১৮;&#৩২;&#১৬৯;&#২০১;&#৩২;&#৬৪;&#২১৬;&#১৯২;&#২০৪;&#৩২;&#১৯২;&#৮৩;&#৯৯;&#৩২;&#১২৪;&#৯;&#৯;&#৯;&#৯;&#৯;&#৪৯;&#৫২;&#৪১;&#৩২;&#১৬৯;&#১৬৮;&#৬৫;&#৮৪;&#৩২;&#১৯২;&#১১৫;&#৩২;&#৯৯;&#২০১;&#৮৩;&#২০১;&#৮২;&#৩২;&#৬৫;&#৮৫;&#৬৫;&#২২২;&#৩২;&#৪৫;&#৩২;&#১৯২;&#৯০;&#২০১;&#৮৫;&#২০১;&#৯৯;&#৩২;&#১৯২;&#৬৪;&#২১৬;&#৩২;&#৬৩;&#৯;&#৯;&#৯;&#৯;&#৯;&#৪৯;&#৫৩;&#৪১;&#৩২;&#৯৯;&#৮৮;&#১১১;&#৩২;&#৮৪;&#২০১;&#১৭৪;&#৩২;&#৬৫;&#৬৪;&#২১৬;&#৩২;&#৬৪;&#২১৬;&#২০১;&#১১৮;&#২০১;&#৯৯;&#৩২;&#১৭৪;&#২০১;&#২০৩;&#১৮৭;&#৬৪;&#২১৬;&#৩২;&#৬৩;&#৯;&#৯;&#৯;&#৯;&#৯;&#৪৯;&#৫৬;&#৪১;&#৩২;&#৮৩;&#২০১;&#৬৫;&#১০৩;&#২০৪;&#৩২;&#১২৬;&#১৬৯;&#৩২;&#৮৩;&#২০১;&#৮৩;&#২০১;&#৩২;&#১২৬;&#২০১;&#১৭৪;&#৬৫;&#১৮৯;&#১৯২;&#১৬৯;&#৩২;&#৮৪;&#১৭১;&#৩২;&#১২৪;&#৯;&#৯;&#৯;&#৯;&#৯;&#৪৯;&#৫৭;&#৪১;&#৩২;&#১৭৪;&#৬৪;&#২১৬;&#৬৫;&#৮৫;&#৩২;&#১৯২;&#৮৩;&#২২১;&#৩২;&#৯৯;&#৮৩;&#৮৫;&#১৬৯;&#২০১;&#৩২;&#১৯২;&#১৭৪;&#৮৩;&#৩২;&#১৬৯;&#২০১;&#৮৫;&#৩২;&#৯৭;&#২০১;&#১৬৬;&#২১৯;&#২০১;&#৩২;&#১২৪;&#৯;&#৯;&#৯;&#৯;&#৯;&#৫০;&#৪৮;&#৪১;&#৩২;&#৬৫;&#৬৪;&#২১৬;&#৯৭;&#১৬৮;&#৩২;&#৬৪;&#২১৬;&#৭৪;&#২০১;&#৭৯;&#২০১;&#৩২;&#২২২;&#২০১;&#৩২;&#৬৪;&#২১৬;&#৮৪;&#২০১;&#৬৪;&#২১৬;&#৩২;&#১২৪;&#৯;&#৯;&#৯;&#৯;&#৯;&#৯;&#৫০;&#৪৯;&#৪১;&#৩২;&#১১৩;&#২৪৬;&#৩২;&#৬৬;&#১১৯;&#১৯২;&#১৬৯;&#২০৪;&#৩২;&#১৯২;&#১১৪;&#১৯২;&#৭৫;&#৩২;&#৬৪;&#২১৬;&#২০৪;&#৩২;&#১৯২;&#৮৫;&#২০১;&#৮৪;&#৩২;&#১২৪;&#৯;&#৯;&#৯;&#৯;&#৯;&#৫০;&#৫০;&#৪১;&#৩২;&#১২৬;&#২০১;&#৭৪;&#৬৪;&#২১৬;&#২০১;&#৮২;&#৬৫;&#৮৩;&#৩২;&#১২৬;&#৮১;&#২১৬;&#২০৪;&#৩২;&#১৬৯;&#২০১;&#১১৩;&#৩২;&#৯০;&#২০১;&#১৯২;&#৮৫;&#৩২;&#৬৫;&#৮৩;&#৮২;&#৩২;&#১২৪;&#৯;&#৯;&#৯;&#৯;&#৯;&#৫০;&#৫১;&#৪১;&#৩২;&#৭৩;&#১১৮;&#৬৪;&#২১৬;&#২০১;&#২২১;&#৩২;&#৬৫;&#১৭৬;&#৮৫;&#৩২;&#১২৬;&#২০১;&#৭৯;&#২০১;&#২০৪;&#৩২;&#১২৪;&#৯;&#৯;&#৯;&#৯;&#৯;&#৯;&#৯;&#৯;&#৯;&#৯;&#৯;&#৯;&#৯;&#৯;&#৯;&#৯;&#৯;&#৯;&#৯;&#৯;&#৯;&#৯;&#৯;&#৯;&#৯;&#৯;

    (এবারের শব্দজব্দ তৈরি করেছেন অংশুমান গুহ)



    গতবারের শব্দজন্দের উত্তর পাঠিয়েছেন : কলকাতা থেকে অনিরুদ্ধ নাগ ও শ্রীমন্ত চৌধুরি (একসঙ্গে), প্রভিডেন্স, রোড আইল্যাণ্ড থেকে ইন্দ্রজিৎ রায়, এবং নিউ জার্সি থেকে সুকান্ত নস্কর ও কল্লোল চৌধুরি আলাদা আলাদা ভাবে । পুরস্কার পাচ্ছেন অনিরুদ্ধ/শ্রীমন্ত এবং সুকান্ত । অভিনন্দন সবাইকে ।

    দয়া করে এবার থেকে ডাকযোগে উত্তর পাঠালেও ই-মেল (যদি থাকে) তো জানাতে ভুলবেন না ।

    আগের বারের ত্রক্রসওয়ার্ডের উত্তর এখানে

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments