রবীন্দ্রসঙ্গীত (১)
কাকলি রায়
আমার একটি কথা বাঁশি জানে, বাঁশিই জানে॥
গীতবিতান-সূত্রঃ প্রেম, ২৯৪
পথে চলে যেতে যেতে কোথা কোন্খানে
গীতবিতান-সূত্রঃ পূজা, ৫৭২
তুমি যে আমারে চাও আমি সে জানি।
গীতবিতান-সূত্রঃ পূজা, ২৯৮
চরণরেখা তব যে পথে দিলে লেখি
গীতবিতান-সূত্রঃ প্রেম ও প্রকৃতি, ৭৬
কী ফুল ঝরিল বিপুল অন্ধকারে।
গীতবিতান-সূত্রঃ প্রেম, ২৭৮
পরবাস, সেপ্টেম্বর-অক্টোবর, ২০১২