''দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে'' --
শব্দগুলো ছুঁয়ে গেল আমার চেতনাকে,
তোমার অপার্থিব কণ্ঠ যেন সমুদ্র হয়ে
উথাল-পাথাল করল আমায়,
আমার সব হারানোর মাঝে
পাওয়া-না-পাওয়ার গল্পগুলোকে
চিনলাম নতুন ক'রে।
''বাতাস বহে মরি মরি আর বেঁধে রেখোনা তরী'' --
বাঁধন খুলে যাওয়া তরীর মতোই ভেসেছিলে তুমি
শিথিল ক'রে দিয়ে একের পর এক গ্রন্থি,
এ তুচ্ছতার মাঝে তোমায় বাঁধতে চেয়ে
যদি ক'রে থাকি ভুল; সুরে সুরে কি মিলবে না
তোমার স্মৃতি-সত্তা আর আমার বর্তমান?
তাও যদি না হয়, যদি দূরের খেলাই রয়ে যায়
সত্য হয়ে, এ শোক আমার চিরন্তন হোক।
''কবে নিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি''--
জানি না কবে, জানিয়ো না আর,
শুধু ডুবতে দাও তোমার সুরের অতল স্নিগ্ধতায়
মন্দ্র থেকে সপ্তকে বাজাও আমার প্রতিটি কোষ,
গ্রীষ্ম-শরৎ-শীতের তিন ছন্দে,
আর কয়টি দিনের প্রাত্যহিকতাকে মুছে দিয়ে, অসীমে।।