শক্তি চট্টোপাধ্যায়ের একটি অপ্রকাশিত কবিতা



দুঃখের সমুদ্র থেকে দুঃখের সমস্ত হলো পার
এই সুখের জীবনে
যদি কেউ টানে
অধিকন্তু না জানি এপার
দুঃখের সমস্ত হলো পার
অন্য কোনো সুখের বাগানে।

২৩|১২|৯১

"5th All-India Workshop-cum-Seminar / on Police-Public Relations / Calcutta 1991" শিরোনামাঙ্কিত প্যাড-এর কাগজে লেখা এই কবিতাটি 'শক্তিদা' 'পলি আর সুদীপের জন্যে' লিখেছিলেন। নিচে সই ও তারিখ। এই কবিতাটির পাণ্ডুলিপির প্রতিলিপির জন্যে আমরা শিল্পী সুদীপ ব্যানার্জীকে ধন্যবাদ জানাই। এটি এবং পরবাস-এর শক্তি চট্টোপাধ্যায় বিভাগে প্রকাশিত নানা গান, ফটো, এবং আবৃত্তি ইত্যাদি প্রকাশের অনুমতির জন্য আমরা কবি-পত্নী মীনাক্ষী চট্টোপাধ্যায় এবং সম্প্রতি স্বর্গত সমীর সেনগুপ্তর প্রতি অশেষ কৃতজ্ঞ।—সম্পাদক।

অলংকরণঃ অনন্যা দাশ

পরবাস, জানুয়ারি, ২০১২