মাঝরাতে ঘুমন্ত মাটি মানুষ সমুদ্র
কেঁপে ওঠে ভয়ঙ্কর পানি ও আগুন
আমি এক আল্লার বান্দা
ভয়ার্ত খরগোশের মতো অবনত
আঁকড়ে ধরি মাটি।
পাপী! আমি পাপী!
দয়াময়, পরোয়া করি না
মৃত্যু। প্রার্থনা করি শুধু
পানি ও আগুনে ডোবার আগে
আমাকে ক্ষমা করে দাও তুমি
যেন দক্ষ যজ্ঞ শেষ হয়ে গেলে
চোখ খুলে দেখতে পাই
তোমার পবিত্র উদ্ভাসিত মুখ! আর
অদূরে দাঁড়িয়ে আছে আয়তলোচনা
পূর্ণ পেয়ালা হাতে উদ্বেল-বুক নারী!
(পরবাস-৪৮, মে, ২০১১)