ISSN 1563-8685
আগাম গন্ধে

রোজের মতন আজও ওদের আসার সময় হল
করিডোরে গিয়ে দাঁড়ালাম আমিও, রোজের মতন।
বসন্তের শুরু থেকেই ওদের কাঠি জোগাড়--
উড়ে আসা, ঘর বোনা দেখে চলেছি।

ভালবাসার ফসলের আগাম গন্ধে...
ভাল বাসা তৈরির প্রয়াস।
দূর থেকে তীক্ষ্ণ নজর অন্য কারুর,
বাসা বাঁধা হলেই, ফেলে যাবে তার অংশ।

কোকিলটার জন্যে সত্যি করুণা হচ্ছে।(পরবাস-৪৮, মে, ২০১১)