ISSN 1563-8685
কবিপাঠ

সবজি ক্ষেতের আড়ালে যাকে এই ভেবে
ভোর ভোর অভিমান ভাঙি সৃষ্টির রঙে
চোখের মিনতি জন্মালে, আকাশের গায়
কৃষ্ণচূড়ার নির্জনতা ভেঙে জ্বলে উঠি
সোনার ভ্রূণরা ঘাসেঘাসে লুটোপুটি খেলে

ব্যর্থ জীবন শেষ হলে ঢুলুঢুলু চোখে
ভূতগ্রস্ত গভীর বনে, গাছের বাকল
প'রে যারা শিহরে ঘুমোয়, আর পাতা ঢাকা
নতুন শিশুরা আলপথে খুঁজে পায় আলো
তখন জন্ম পাখিদের ডাকে ভোর হয়
নতজানু কবির কপালে পাঠিকার হাত
রূপকথার আদলে রোজ প্রিয় হয়ে ওঠে(পরবাস-৪৮, মে, ২০১১)