ISSN 1563-8685




ভরতপুরের পাখি

ইরাবান গুপ্ত বসু


বেনে বৌ

    



(পরবাস-৪৯, অক্টোবর, ২০১১)



ইরাবান গুপ্ত বসু (কুচি)-র বয়স নয়, ক্লাস ফোর-এ পড়ে। থাকে আই-আই-টি কানপুরে। বড়ো হয়ে প্যালিঅন্‌টোলজিস্ট হবে, তারপর রিটায়ার করে পেন্টার। এখানে ওর ভরতপুরে পাখিরালয় বেড়ানোর সময়ে আঁকা কিছু ছবি রইলো।