ISSN 1563-8685




খোঁজ

দিনগুলি বেঁকে চলে যায়
চালাকিঝরানো হাসিমুখে
দম প্রায় বন্ধ হয়ে আসে
পেয়ে তার শেষ প্রতিভূকে
ঝলকলাগানো রশ্মিপাত
বুকে বিঁধে রাখে তার বাণ
কোণে বসে একা ভেবে মরো
কোথায় তোমার মহা ত্রাণ।
ব্যস্ত সমস্তের থেকে দূরে
গ্রস্ত হয়ে আছে একটেরে—
তুমি ভাবো তুমি রাস্তা খোঁজো?
রাস্তাই তোমাকে খুঁজে ফেরে।



(পরবাস-৪৯, অক্টোবর, ২০১১)