ISSN 1563-8685




গন্তব্য

এখনো উঠোন জুড়ে অমনিবাস—
পায়ে পায়ে সংলাপ লিখে চলা,
দ্রিমি দ্রিমি খুঁটিবাঁধা শব্দবোধ
বালিময় ঘেরাটোপে আনকোরা।

নির্জনে জাগতিক ক্ষতমুখ—
ঢেকে রাখি ফেলে আসা আবহে
চেনা বসতিতে থাক্ অন্ত্যমিল
অনুবাদ এঁকে যাই ব্যবধানে।

যখন অটবী ঘেরা ধারাপাতে—
তোমাকে সঙ্গে নিয়ে প্রজ্জ্বলন,
খেয়ামনে দাঁড়ালেই ফালি-রোদে
বাতিল সংজ্ঞা যত - মেঘসায়র।

সিঁড়িভাঙা ছান্দিক বিচ্ছুরণ—
ছুঁয়ে যায় পাললিক বৃষ্টিচোখ,
আপাত সরল-কথা এইসবই,
অভিযানে আংশিক জীবনবোধ।



(পরবাস-৫০, ফেব্রুয়ারি, ২০১২)