ISSN 1563-8685
সম্পাদকীয়

'পরবাস'-এর এটি যে ৫০-তম সংখ্যা, সেটা মনে করতে ভালোই লাগছে। 'বিশেষ সংখ্যা' হিসেবে ঘোষিত কিছু না-হলেও, আমরা সব সংখ্যাই যথাসাধ্য ভালো করার চেষ্টা করি, আশা করি এই সংখ্যাও আপনাদের ভালো লাগবে। এই সুযোগে ধন্যবাদ জানাই আপনাদের অকুন্ঠ সহযোগিতার জন্যে, এর ফলে শুধু আমাদের পত্রিকাই নয়, বেশ কিছু দুঃস্থ ছাত্র-ছাত্রীদের পড়াশোনাও উপকৃত হয়েছে এবং ভবিষ্যতেও হবে আশা করি।

এই সঙ্গে শক্তি চট্টোপাধ্যায়ের একটি অপ্রকাশিত কবিতা ("দুঃখের সমুদ্র থেকে..."), দুটি কবিকন্ঠে আবৃত্তি ("জরাসন্ধ" এবং "অনন্ত কুয়ার জলে চাঁদ পড়ে আছে"), এবং তার সঙ্গে আরো দুটি লেখা শক্তি চট্টোপাধ্যায় বিভাগে যোগ করা গেল। একটিতে কালীকৃষ্ণ গুহ আলোচনা করেছেন সমীর সেনগুপ্তর দু'টি বইঃ 'আমার বন্ধু শক্তি' ও 'কবি শক্তি'। অন্যটিতে 'আমার বন্ধু শক্তি'র "শক্তির সঙ্গে--রামকিঙ্করের বাড়িতে" নামাংকিত অধ্যায়টির ইংরেজি অনুবাদ করেছেন ভাস্বতী ঘোষ।

গত ডিসেম্বর মাসেই সমীর সেনগুপ্তর আকস্মিক প্রয়াণে আমরা স্তব্ধ, ও মর্মাহত। 'পরবাস'-এ সমীরবাবুর অনেক লেখা প্রকাশ করতে পেরে আমরা ধন্য। এছাড়াও উনি আমাদের নিতান্ত কাছের মানুষ ছিলেন এবং নানাভাবে আমাদের সাহায্য করতেন। তাঁর পরিবারের ও বন্ধুদের সবাইকে আমাদের সমবেদনা জানাই।

পরবাস-এর ৫০-তম সংখ্যাটি তাঁর স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করছি।(পরবাস-৫০, ফেব্রুয়ারি, ২০১২)