আমরা আপনার বিশদ মন্তব্য পেতে আগ্রহী। যাতে কোন লেখাটির উপর মন্তব্য করছেন তা বুঝতে আমাদের অসুবিধা না হয় সেজন্য নীচের ফর্মে লেখা/লেখকের নাম দিতে ভুলবেন না। সম্পাদককে পাঠানো ছিঠি সম্পাদনা করে ছাপানোর অধিকার 'পরবাস' কর্তৃপক্ষের থাকবে। পত্রলেখক যদি তা না চান বা চিঠি ছাপার ব্যাপারে তাঁর আপত্তি থাকে তো জানাতে অনুরোধ করছি। ই-মেইল ঠিকানা ছাপাতে আপত্তি থাকলে তাও জানাতে অনুরোধ করছি, যদিও আমরা পুরো ই-মেইল আর ছাপাই না এখন। সে-ক্ষেত্রে পত্রলেখকের ঠিকানা জানা আমাদের প্রয়োজন।
(পরবাস-৫২, অক্টোবর, ২০১২)