শিল্প-সাহিত্য সংবাদ

|| এ-টা সে-টা ||

'পরবাস'এ যাঁরা লিখেছেন বা লেখেন তাঁদের ও সম্প্রতি প্রকাশিত কিছু বই (যে-সব বইতে পরবাস-এ প্রকাশিত লেখা সংকলিত হয়েছে সেগুলিকে তারকাখচিত করা হ'লো)-এর খবর:

Lumoojatar/Enchantress - 'Indian Poems on Finland' (*). In this book (2016), Hannele Pohjanmies translated into Finnish a selection of poems from Nirupam Chakrabarti's '‘নিজস্ব বাতাস বয়ে যায়!’(*) via their English translations by the poet himself. The English translations, and even an original poem in Bengali are part of this book.


রঞ্জন ঘোষাল-এর লেখা ১০০-টি রম্য অণু-গল্পের সংকলন কড়াপাক-নরমপাক ( 'দে'জ'; ২০১৬)।
প্রকাশিত হবে 'দে'জ' থেকে আগামী ১৫ই এপ্রিল, ২০১৬। গান-বাজনা খানা-পিনা সহযোগে উন্মোচনী সভায় আসন-সংখ্যা সীমিত। যোগদান করতে চাইলে বা বিশদে জানতে হলে এখানে ক্লিক করুন।


রবিন পাল-এর কবিতার দেশ-বিদেশ প্রকাশিত হয়েছে এবং মুশায়েরা থেকে (২০১৬)।






এই বিভাগে পরবাস-এর লেখক ও লেখা সম্পর্কিত ঘটনার বিবরণ থাকবে। উপযুক্ত তথ্য মাঝে মাঝেই যোগ করা হবে।



(পরবাস-৬২, মার্চ - মে, ২০১৬)



(আগের সংখ্যায়) | (পরের সংখ্যায়)