গনগনে আঙরার উপর দিয়ে
হেঁটে যাচ্ছি সবাই —
কার দোষ বুঝতে পারি না
যখনই কারোর দিকে আঙুল তুলেছি, দেখি
সমস্ত তর্জনী আজ আমার দিকেই ঘুরে যায়।
আমি কি স্পষ্টভাবে আমাকে চিনেছি?
কোথাও স্থিরতা নেই
না টিভি না ভোরের কাগজে —
কমলালেবুর মতো যে পৃথিবী মুহূর্তের ভুলে
হাত ফস্কে পড়ে গেছে
সে শুধু অপেক্ষা করে
গাড়ির চাকার নিচে থেঁৎলে যাবে ব'লে
আমাদের হাতে কেউ ধরিয়ে দিয়েছে
লাল নীল হলুদ বেলুন —
এসো, আমরা তাই নিয়ে
মেতে উঠি চূড়ান্ত খেলায়
(পরবাস-৭৮, ৮ই এপ্রিল, ২০২০)