ISSN 1563-8685




কাছিম-কাহিনি

আমার আছে
         শক্ত খোলস।
দুর্গ যেন,
         সুরক্ষিত।

হতাশ লাগতো।
ভুলিয়ে দিলে,
         নেশার ঘোরে
বাইরে এলাম।
         নরম আমি,
কবুতরীর বুকের মতো।

হঠাৎ আলো
         পুড়িয়ে দিলো।
ব্যথায় ব্যথায়,
         স্বপ্নগুলোও
পালিয়ে গেলো।

আবার আমি
        খোলসিনী।
অন্ধকারের আরাম কতো!
দমবন্ধ?
         সেটাও ভালো,
ইচ্ছে ছোঁয়ার মূল্য এতো!

খোলসশুদ্ধু চিবিয়ে খাবে?
চেষ্টা কোরো, সাধ্যমতো।



(পরবাস-৫১, জুন-জুলাই, ২০১২)