ISSN 1563-8685
আমার প্রতিটা কাজের আড়ালে অস্বচ্ছ চিন্তার স্বচ্ছ যুক্তি খেলা করে। প্রতিটা প্রতিবাদী দৌড়ের আড়ালে ছড়ানো ক্ষোভ জমাট বাঁধে। আমার সব অসম্পূর্ণতার আড়ালে সম্পূর্ণতার বোধ গ্রাস করে। তখন আমার ঘুমিয়ে পড়া দাঁত-নখেরা ফন্দি আঁটে।
(পরবাস-৫১, জুন-জুলাই, ২০১২)
অলংকরণঃ অনন্যা দাশ