রাজপথ
ব্ল্যাক আউটের অন্ধকারময় হে রাজপথ!
কত ট্রাম, বাস, ট্যাক্সি, রিক্সার চলাচল
তোমার উদার বুকের ওপর দিয়ে।
কত ব্যগ্র রজনীর উদভ্রান্ত প্রেমের
গোপন অভিসার চলে
তোমার প্রশান্তির সুযোগ নিয়ে।
কত অফিস-ফেরত ঋণকাতর কেরাণীকুলের
শ্রান্তি ঘুচানো রূপবাজারের
আমোদটুকুর সুযোগ দাও।
আঁধার রাতির সুযোগ নিয়ে
সমাজের চোখে ধুলো দিয়ে
জীবিকা-সন্ধানী ভদ্র-বনিতার
চরণাঘাত পেয়েছ কতো!
বিচিত্র তোমার লীলা,
দুপাশে তোমার দালানের সারি
বহুতলে শোনা যায় রেডিওর গান,
অর্গানে রবীন্দ্র-সংগীত;
ডবল গালিচার মেহগনি পালঙ্কে
বিরহ-কাতরা কলেজ-গার্লের
অলসায়িত দেহ।
আর তার নীচেই ফুটপাথে
(ধন্য তোমার দয়া)
শূন্য ভিক্ষাপাত্র নিয়ে শুয়ে থাকা
মৃতপ্রায় কংকালের সারি;
গৃহহীন যারা,
ভগ্নপ্রায় সমাজের দস্যুতার সাইনবোর্ড যেন
অর্থহীন অধিকারহীন
বঞ্চিতের বাঁচিবার সাধ
তোমার কোলেতে পায় সে যে নিঃশ্রেয়স মোক্ষ।
(পরবাস-৫২, অক্টোবর, ২০১২)