নির্বাচিত অসমীয়া কবিতা

মূল অসমীয়া থেকে অনুবাদ: অমিতাভ



কবিঃ যজ্ঞেশ্বর শর্মা (১৯০৮-১৯৯৮)

দুটি তপোবন

দুটি তপোবন,
        একটি মাটি ছুঁয়ে;
                      সেখানে
       রূপের চমক লেগে
                      এক চোখে আঁধার—
        নিকটকে দূর করে,
                      দূরকে নিকট;
                        সেখানে
       দেহটি মনোহর।

       বাতাসে গন্ধ আসে,
       ঘুমে ঢেকে রাখে
       অপরটি স্বর্গের সীমায়;
                                    সেখানে
       চোখের জলে শরীর ধুয়ে
           ভোগ বিনীত
           আত্মসমর্পণ করে

       স্বর্গ আর পৃথিবীর সীমা;
             সেখানে নেই দেহের গরিমা।

       ভোগের ইতিকথা হয় সমাপ্ত;
       রূপরাণীর সন্ন্যাসিনী-বেশ।


(পরবাস-৫২, সেপ্টেম্বর, ২০১২)