ISSN 1563-8685
নির্বাচিত অসমীয়া কবিতা

মূল অসমীয়া থেকে অনুবাদ: অমিতাভকবি: নীলমণি ফুকন (১৯৩৩)

ঘুমের মধ্যে সে আমাকে

ঘুমের মধ্যেও সে আমাকে তাড়া করেছিল
সে এখন কোথায় আছে গো?

আছে নাকি তার মুখে
সেই উপড়ানো গাছ

ঠোঁটদুটিতে ভাসছে কি
রাঙা জলের দুখানি স্রোত

আছে কি গো তার দুচোখে
সেই দুটি কালো ঘোড়া

এখনও আমার প্রতি নিশায়
হৃদয় মোচড়ায়


এখান থেকে কতোদূর

এখান থেকে কতো দূর
পাখিটি
যেখান থেকে এসেছে উড়ে

জলঘাস বেতগাছে রেখেছোকি আড়াল করে
একঝাঁক সোনালী ল্যাজের মাছ

কার দুচোখে ওঠে
একঝাঁক সোনালী পুচ্ছের মাছ
পাখিটি উড়ে এলে

একঝাঁক সোনালী পুচ্ছের মাছ
কার চোখের জলে পুড়ে মরে


(পরবাস-৫৪, জুন ২০১৩)