মূর্ত
মা, তোর আঁধারের হাতখানি ভেঙে দিলাম।
নবজাত পোকা হামাগুড়ি দিয়ে এসে এখন আলো দেখবে
এ-পর্যন্ত তারা টের পায়নি
এক নতুন চেতনার জন্ম হওয়ার বার্তা।
স্নেহের গুঞ্জন নিয়ে বিচরণ করা প্রজাপতি পাখা ভাঙলো,
তার ফুলের মৌ চোষার শক্তি আর নেই।
সেই পতংগগুলি আসবে
আর আলোর মিঠে মাদকতা নেবে,
এখন আর সে বন্ধ ঘরের নির্যাতন পায়না।
মা, তোর আঁধারের হাত ভাঙা।
(পরবাস-৫৫, অক্টোবর, ২০১৩)