ISSN 1563-8685
তুই এমনই

অন্য কথা বল। তোর কাছে আসতে গেলে
নিজেকে ছেড়ে রেখে যেতে হয়।
বস্তাপচা একটা জিনিস যাকে কারোর দরকার নেই
ও চুপ করে পড়ে থাকে।
তোর পাশে যে থাকে তাহলে সেটা কে? তুই ভাবিস না!
মনে রাখার সঙ্গে একটা অপ্রয়োজন মিশিয়ে দিয়ে তুই দেখিস
ঠিক মিলে যাচ্ছে! এটা তোর স্বভাব!
তোর শরীরের ওপর মুখ গুঁজে শুয়ে থাকি।
তোর নাভি আর স্তনের মাঝখানের স্থানটি থেকে
আমার শরীরটার জন্ম হয়েছে! তোর ভালো লাগে।
এভাবে দূরে থাকার পেছনে প্রয়াস নেই, বিশ্বাস কর!
অদ্ভুত একটি আঙ্গিক রয়েছে। অপেক্ষার।(পরবাস-৫৫, অক্টোবর, ২০১৩)