ISSN 1563-8685




হারিয়ে গেছি ভিড়ে

মেহগানি গাছের পাশে মেঠো পথ
খোলা হাওয়ায় ধ্বনিত বাউল
সন্ধের সেই ঝিঝির ডাক
আর হ্যারিকেনের আলো--
হারিয়ে গেছে কোলকাতার ভিড়ে;
শপিংমলের প্রজ্বলিত আলোয়
জোনাকির ঝিকিমিকি বড়ো ক্ষীণ
জুঁইএর গন্ধটাও বিক্রি হয় কৌটো করে।

বাইপাসের ধারে খুঁজছি
জোছনা রাতে তারার খসে পড়া টুকরোটাকে
কোলকাতার ভিড়ে হারিয়েছে চাঁদটাও
জানিনা আর ফিরে পাবো কিনা,
চলতি ট্যাক্সির নিচে পড়ে
হয়তো ওরা মরে গেছে অনেক আগেই।



(পরবাস-৫৫, অক্টোবর, ২০১৩)