জানালার ছাঁট চাই, জানালার ছাঁট
বদ্ধতার নাশ চাই, বদ্ধতার নাশ
অক্সিজেন শ্বাস চাই, অক্সিজেন শ্বাস
শান্তিস্বস্তিপাঠ চাই, মন-ভালো-খাট
সহজ বিশ্রাম চাই, সহজ বিশ্রাম
যত্নের দাম চাই, সুড়সুড়ির দাম
হাতাওয়ালা বাড়ি চাই, বারান্দার থাম
মস্তানি শাম চাই, সঙ্গে বাঁকা-শ্যাম
অখণ্ড আকাশ চাই, অখণ্ড আকাশ
অর্ধ অবকাশ চাই, অর্ধ অবকাশ
ছোটখাট ক্রাশ চাই, টুকটাক ক্রাশ
অক্টোবর মাস চাই, সাদানীল মাস
রঙিন শাড়ি চাই, শাড়ি পাটপাট
কাঁটা আর ফুল চাই, ঝুমকার গাঁঠ
লতানো গোলাপ চাই, লতানো গোলাপ
হাসি ও মজলিশ চাই, নিখাদ নিষ্পাপ
চাই চাই চাই দেবী, রূপজয়যশ
সকল পাওয়াই বটে আত্মরতিবশ...
চ্যারিটি বাড়াস দেবী চ্যারিটি বাড়াস
মনে মনে ভরে দিস প্রেমের নির্যাস!
(পরবাস-৫৫, অক্টোবর, ২০১৩)