ISSN 1563-8685




সম্পাদকীয়

অল্প দেরি হলেও, এবং ঘোষিতভাবে না হলেও বর্তমান সংখ্যাকে শারদীয়া সংখ্যা হিসেবে ধরা যেতে পারে। আশা করি এইরকম একটা তকমা বেমানান হবে না।

কোনো কারণে লেখক শিল্পীরা মনে হয় পরবাসকে 'সাহিত্য' পত্রিকা ছাড়া আর কিছু ভাবতে নারাজ। নাহলে আরো বেশি কেন বিজ্ঞান, প্রযুক্তি, অর্থনীতি, এইরকম নানা বিষয়ের ওপর লেখা পাইনা? এই সংখ্যাতে সৌভিক পত্রনবীশের ফোটোগ্রাফির গ্যালারি আশা করি আপনাদের ভালো লাগবে, কিন্তু এরকম আরো চাই। এককালে কয়েকটা কার্টুন বেরিয়েছিলো পরবাসে। আশা করছি আপনাদের মধ্যে কেউ কেউ সে-বিষয়ে উৎসাহী, তাহলে আমাদের জানান। পারলে অনেকগুলো, নাহলে একটাই কার্টুন পাঠিয়ে দিন, হয়তো পাঠকদের মধ্যে প্রতিযোগিতার ব্যবস্থা করা যেতে পারে কে কোনো ব্যঙ্গচিত্রের সবচেয়ে উপযুক্ত বাণী বা ক্যাপশন দিতে পারেন।

'শব্দছবি'র কথা ভেবেছেন কি? সেটা কি হতে পারে খুঁটিয়ে বলতে চাই না, আপনারাই ভাবুন। 'অডিও' তো আন্তর্জাল পত্রিকার এক প্রকাশ মাধ্যম।



(পরবাস-৫৫, অক্টোবর, ২০১৩)