বিস্মৃতি-১
Look at the lights.
They fade away as one passes the station
আপন বন্দর ফেলে রেখে এসেছি। ফেরার
একাকী স্রোত আর নেই। ঘরমুখী স্রোত
থামে না কোথাও। অগণন সাগরের জলবিন্দু।
তাকে ফেলে রেখে এসেছি। কেবল তাকেই।
তার কাজলা বরণ দুচোখে কী ছিলো
বন্দর ছেড়ে আসার পরও ভুলতে পারিনি
বরফের পাথর হয়ে যাওয়া
ভুলে যাই,
আমি আপন বন্দর ফেলে রেখে এসেছি।
মৃত্যু
কার মরণে কে কাঁদে
বেচারা
বুড়ো চীৎকার করে
সীমিত সাধনার শেষে
এই যে নদীর পাড়
সকল নদীতেই চর
বোধহয় থাকে না।
(পরবাস-৫৬, মার্চ, ২০১৪)