ISSN 1563-8685




নির্বাচিত অসমীয়া কবিতা

মূল অসমীয়া থেকে অনুবাদ: অমিতাভ



কবি: তরুণ বরুয়া (১৯৪৭)

কখনো কখনো হৃদয়ে

কোনো এক হৃদয়ে
স্নিগ্ধ হাওয়ায় ধীরে ধীরে
চন্দন গাছের ডাল
ছুটে এসে শরীরে পড়ে
ফুলের চড়াই

স্বর্ণ ফুলশয্যার গন্ধ নিয়ে চোখের ওপারে
আবেগের গোধূলিগোপাল ফুল

অনুভূতির খাপে চাঁদের মতো
সুখ-দুখের অমিয়া সুর


(পরবাস-৫৬, মার্চ, ২০১৪)