ISSN 1563-8685




যতদিন আসবে না ভোর
(কামদুনি-র মেয়েটির মৃত্যু মনে রেখে)

ছিঁড়ে যেতে যেতে আর
মুছে যেতে যেতে
ওই
    মেয়েটি গোঙায়!

আমাকে নীরব দেখে
সমস্ত কবিতা মরে যায়...

সব শব্দ শেষ হলে
বুক জুড়ে ভেঙে পড়ে
                  ভূমি...

আমার প্রেমিকা, শোনো,
আমি তো পারিনি,
যতদিন আসবে না ভোর
              মৃতদেহ আগ্‌লে রাখো তুমি!


(পরবাস-৫৬, মার্চ, ২০১৪)