ISSN 1563-8685
ছিঁড়ে যেতে যেতে আর মুছে যেতে যেতে ওই মেয়েটি গোঙায়! আমাকে নীরব দেখে সমস্ত কবিতা মরে যায়... সব শব্দ শেষ হলে বুক জুড়ে ভেঙে পড়ে ভূমি... আমার প্রেমিকা, শোনো, আমি তো পারিনি, যতদিন আসবে না ভোর মৃতদেহ আগ্লে রাখো তুমি!
(পরবাস-৫৬, মার্চ, ২০১৪)
অলংকরণঃ অনন্যা দাশ