ISSN 1563-8685




এক যে ছিল চোর

এক যে ছিল চোর     এখানে এসে শোন
রাতের একতারা       বাজায় ঘুমহারা
বুড়ো যে ছায়াপথ,     সে হতে হতে শেষ
যখন মন্থর,            সুপ্ত হয়েছে
ক্লান্ত চোর তাকে,      ডাকল বাবা বলে
ঠিক যেভাবে তোরা     আমাকে ডাকছিস।

রাতের একতারা        বাজছে ঘুমহারা
এখানে এসে শোন,     কীসের স্পন্দন।
তন্দ্রা অগভীর,         হয় না তবু ভোর
স্পন্দনের পর          আসছে স্পন্দন
আন্দোলিত ঘড়ি        করছে ক্রন্দন
ক্রুদ্ধ ভোর বলে         চুরি কী হল তোর?

যামিনী নেই আর,      প্রশ্ন থামাবার
তোমার কাছে আছে     লৌহ প্রহরণ?
অন্ধ চোর ওঠে         তন্দ্রা শ্লথ হাতে
কোথায় রাখা আছে     বাবার তরবারি?

এবার যেতে হবে,      তোদের হাত ছেড়ে
ঊষার খুলে দ্বার        আকাশে দিতে পাড়ি।


(পরবাস-৫৬, মার্চ, ২০১৪)