রক্তমাখা হৃদয় ফুঁড়ে অশ্রুবিন্দু ঝরে,
ও অশ্রু, তোর মায়ের কথা সত্যি মনে পড়ে?
মায়ের কথা, ছেলেবেলা, উড়কিধানের খই,
ছেলেবেলার ছড়ার কথায় মুগ্ধ হয়ে রই।
সাতসকালে পুন্যিপুকুর, ফুলবাগানে ছোটা,
রঙিন চিঠির বার্তা নিয়ে একখানি দিন গোটা।
কোথায় গেল সেসব দিন? হাজার রকম মারে
হৃদয় ফুঁড়ে রক্ত পড়ে, রক্ত পড়ে হাঃ রে
যেসব স্বপ্ন দেখেছিলাম সেসব স্বপ্ন নেই,
স্বপ্ন দেখার বেভুল মেয়ে বুদ্ধিহীনা এই,
রাজ্য জয়ের মন্ত্র কেন দিয়েছিলিস মাগো
জাগো আমার দুঃখী হৃদয় আজকে তবে জাগো
রাজ্য কী আর জয় করা যায়? পিতারা আছে ঠিক,
রাজ্য জয়ের বাসনাখানা হারিয়েছে তার দিক
মেয়ে মানুষ বার ভাল নয়, বন্দী থাকো ঘরে,
বন্দী মেয়ের পূজার্চনা বাতাস বেয়ে ওড়ে।
মুক্ত মেয়ের নিন্দে রটে, হৃদয় জুড়ে মার
হৃদয়ে মার মননে মার, মারের ছারখার;
এসব রক্ত কলম দিয়ে খাতায় তুলি আজ,
নারীজন্মের সংগোপনে তীক্ষ্ণ কারুকাজ!
(পরবাস-৫৬, মার্চ, ২০১৪)