কীসের গল্প ফিসফিসিয়ে?
খাপ পেতেছেন পাগলা জাসুস ...
নৌকো কেন ভাসায় ওরা
পৃষ্ঠা ছিঁড়ে অঙ্ক খাতার?
পাতার ফাঁকে জোনাক জ্বলছে
বৃক্ষ জোগান শ্বাসের বাতাস
কী মন্ত্রণা? নৌকো কীসের?
প্রেস- গোয়েন্দা- খবর পাগল
পালাও পালাও ... শেষের সেদিন
রোজ কেয়ামত কাল সকালেই!
(পরবাস-৫৬, মার্চ, ২০১৪)