সারা রাত্রি বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে শুধু
বৃষ্টি-শব্দে ঘুম ভেঙে যায়, ঘুম ভেঙে যায় মৃদু!
বৃষ্টিজলে ধুয়ে যাচ্ছে হৃদয়জোড়া ক্ষত
বৃষ্টিজলে মুছে যাচ্ছে মানঅভিমান যত
ঝড় বাতাসে অন্ধকারে নৌকো দুলছে একা
আঁধার রাতে দেখতে পাই তাহার দোলনরেখা
কে আর আছে স্বপ্নশাসক কে আর আছে সখা?
গভীর রাতে খুব নিরালায় তাহার সঙ্গে দেখা
বর্ষারাতে স্বপ্নে ঘুমে অর্ধ জাগরনে
অবুঝ স্বপ্ন জেগে ওঠে অবচেতন মনে
বৃষ্টি রেখায় ছবি ফোটে অন্ধকারের কোলে
পাওয়া এবং না পাওয়া সব মনের মধ্যে দোলে!
(পরবাস-৫৭, জুলাই ২০১৪)