কত রূপে দুগ্গাদিদি
পদ্ম হাতে আসছে উঠে
দিঘির জলে নেয়ে,
শরৎ আলোয় ও আমাদের
সবার সোনা মেয়ে।
ছোটদেরই কাছে প্রিয়
দুগ্গাদিদি নামে,
পুজো এলেই পাঠায় চিঠি
সাদা মেঘের খামে।
কাশের বনে ঝরায় হাসি
ওড়ায় রঙিন চেলি,
শিশুর দলে মিশে বলে
আয় না মাঠে খেলি।
আবার দেখি দুগ্গাদিদি
হঠাৎ রেগে গিয়ে,
অসুরেরই বুকে মারে
হাতের ত্রিশূল দিয়ে
পথে দেখা পথেই শেখা
ছোট-বড় বাড়ি ছুঁয়ে
গেছে বাঁকা পথ,
যে মেয়েটি যাচ্ছে এখন
নাকে পরা নথ।
সারাদিনে আরও কত
মানুষেরা চলে,
কেউ বা হাঁটে রোদে পুড়ে
কেউ বা ঝড় জলে।
কত মানুষ খাচ্ছে হোঁচট
কতক পিছলে পড়ে,
ধাক্কা খেয়ে কেউ বা আবার
সামলে নিচ্ছে পরে।
আসল কথা পথ চলাটা
অত সহজ নয়,
জীবন পথে চলতে গিয়ে
অনেক শিখতে হয়।
(পরবাস-৫৮, নভেম্বর ২০১৪)