ISSN 1563-8685




বোধন

চার ভাইবোন
দিনরাত্তির
ঘরের মধ্যে
ধুন্ধুমার -
পড়ছে উড়ছে
নালিশ জুড়ছে
ঘুম ছুটে যায়
দুর্গামা'র।
হাল ছেড়ে মা
বলেন - বরং
মামার বাড়িই
কদিন চল,
মণ্ডপে বোস
শান্ত সুবোধ
যৎকিঞ্চিৎ
ঠাঁইবদল ।

বয়েই গেছে
শুনতে তাদের,
মূর্তি থেকে
বেরিয়ে
ঢ্যাংকুড়কুড়
দস্যির দল
যায় আলপথ
পেরিয়ে।
এই আমাদের
মায়ের বাড়ি
এই আমাদের
পৃথিবী
ও মা আসিস
ভালোবাসিস
এর বেশি আর
কী দিবি -


(পরবাস-৫৮, নভেম্বর ২০১৪)