এই যে মাঠের শেষে ইস্কুল, ওখানে অশোকগাছ
তার ঠিক পাশ দিয়ে নদী—ওই তো মায়ের দেশ
বেলিফুল, মাধবীলতায় ঘেরা রেল কোয়াটার্স
গল্পে চার ভাইবোন, দাদার দুষ্টুমি
আর বাবার বাড়ি ফেরা আলোর বিকেল
সাইকেলে সরস্বতী মেলা, লোহার বাসন মেলে ঢের
এ্যালবামে মা’র মুখ, যেমতি শান্ত এক বালিকা এখনও
কথায় কথায় খুব রোদ্দুর নেমে আসে মুখে—
রান্নার হলুদ দাগ মুছে দেয় আঁচলের নদী
মনে হয় ঈশ্বরী এক কাশের জঙ্গলে একা চলেছেন
অনেক দূরে কোথাও শুয়ে থাকে বেড়ালছানার গল্প
আমাদের আবদারে রান্নাঘরের জানলায়
ফুটে ওঠে একে একে মায়ের বাল্যকাল, প্রতিমা ভাসান
(পরবাস-৫৯, এপ্রিল ২০১৫)