নীলাশ্রীর ছবির খাতা থেকে




আমার নাম নীলাশ্রী রায়। ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের কান্দী শহরে থাকি। সরস্বতী শিশু মন্দিরে চতুর্থ শ্রেণিতে পড়ি। গল্প লিখতে, ছবি আঁকতে আর কার্টুন দেখতে ভালোবাসি। তোমাদের জন্য এবার চারটে ছবি পাঠালাম। মতামত জানাবে কিন্তু।