এবার পূজায় ছোট্ট খোকা
চলল মামাবাড়ি,
কু ঝিক ঝিক ট্রেনে চেপে
দূর দিগন্তে পাড়ি।
সবুজ সবুজ ধানের ক্ষেত
ছোটে দু পাশ দিয়ে,
খালি গায়ে গ্রামের বালক
ফেরে ছাগল নিয়ে।
ধানের ক্ষেতে বক উড়ে যায়,
মাঠে গরু চরে,
পুকুর, ডোবায় হাঁসের ঝাঁক,
জেলেরা মাছ ধরে।
খোকার কাছে নতুন সবই,
অবাক চোখে দেখে,
কখন যে পথ ফুরিয়ে গেল
বুঝল বাবার ডাকে।
মামার বাড়ি গাছে ভরা
ফুল যে রাশি রাশি,
শালূক ফুলে প্রজাপতি
আর কলাপাতার বাঁশি।
সারাদিন ছোটাছুটি
ক্ষেত, বাগানে ঘোরা,
ছোট্ট গ্রামে মামার বাড়ি
যেন সবুজ দিয়ে মোড়া।
ফেরার দিনে খোকার মামা
বলে, কোলে তুলে নিয়ে,
এই গ্রামকে যেওনা ভুলে
শহরে ফিরে গিয়ে।
বাড়ি ফিরে চুপটি খোকা,
দাদু শুধায়, কিরে?
শরীর খারাপ হল নাকি
রাস্তা ঘাটের ভিড়ে।
কয় না কথা, খায় না খোকা
চুপটি করে থাকে,
কি চাই তোমার? বল একবার
— দিদুন এসে ডাকে।
দাদা বলে, আদর করে
— আমায় বল না ভাই।
সজল চোখে খোকা বলে,
আমার সবুজ গ্রামটি চাই।।
(পরবাস-৬০, অগস্ট ২০১৫)