Parabaas Moviestore




Parabaas Musicstore




Subscribe to Magazines





পরবাসে
সিদ্ধার্থ মুখোপাধ্যায়ের

লেখা


ISSN 1563-8685




দু'টি কবিতা

বৃষ্টির কথা

বৃষ্টির কথা তোমরা তো সবই জানো
ঝাঁপিয়ে আসলে দায় হয় সামলানো।

কখন নামবে ভয়ে ভয়ে থাকে ঝড়ও
অথচ দামাল শিশুর মতন সরল।

চোখের ভিতর নখের আঁচড় কাটে
তবু তার চেয়ে সুখ নেই তল্লাটে।

খবরে কাগজে যত হাবিজাবি খবর
বৃষ্টি দেখলে লাফায় – নৌকা হব।

না থাকুক কোনো চুলো, নিরাপদ চালও
জল ছুঁয়ে ছুঁয়ে ভেসে যাওয়া ঢের ভালো।

হেলে দুলে যাবো, ছেড়ে এ পাড়ার গলি
শব্দকে দেব পূর্ণ জলাঞ্জলি।

বৃষ্টির কথা তোমরা তো সবই জানো
ভেসে যায় জলে কাগজের সাম্পানও।


রূপকথা

সত্যি যদি এমন হত গাছের থেকে বই
আঁকশি দিয়ে পাড়তে হত, কিংবা চড়ে মই...
ফুলগুলো সব শব্দ হত, কুঁড়িরা সব মূক
ফোটার আগের যন্ত্রণা ও সুখ নিয়ে উন্মুখ।

আকাশ থেকে টাপুর টুপুর   ভোরের শিশির-জল
পাতার ওপর পড়ত এসে, ঝুপসি বনাঞ্চল
চোখ মেললেই দেখতে পেত রোদের কারুকাজ...
ভাব্‌ তো কত তৈরি হত অস্ফুট মন্তাজ

কাব্য কত স্বচ্ছ হত, নাব্য হত স্বর...
নেহাৎ যদি ভাঙতে আসত কালবোশেখি ঝড়
বৃষ্টি নিয়ে সন্ সনিয়ে শব্দ পাখির নীড়...

হঠাৎ দেখে মেঘের কাঁচে চিড়, বিজুরি থির
ধরত বুকে, সফল হত, গাছের ডালে বাস।

শব্দরা প্রায় ভুলেই যেত বনের অনভ্যাস...


(পরবাস-৬০, অগস্ট ২০১৫)