Parabaas Musicstore




Subscribe to Magazines





পরবাসে
অরুণিমা ভট্টাচার্য দত্তর

লেখা


ISSN 1563-8685




যক্ষপুরীর অন্ত্য-মিল

বৃষ্টি নেমে স্নিগ্ধ কর
অসম কাম বৈধ হব
ব্যাপ্তি ছড়াও    ফসল নেব।

ক্লান্ত গলায়
জিভ শুকিয়ে
নষ্ট আমি।
মহড়ায় ডাক
যেও না,
ফিরে চাও নন্দিনী।

তুমি আসনি,
বিশ্রী হেসে গরবিনী
এড়িয়ে গেছ ধানের জমি।
রাগ করিনি।

স্বাদের বদল এই অবসাদ,
ছোঁয়াচ দিলে আগুন ব্যথায়।
কথায় কথায় পাতার পাহাড়,
চমকে জেগে ঘুমের খোঁজে
হারিয়ে যাওয়া তোমার শিরায়।

হাত বাড়ালেম আঁধার ভোরে
আলো শব্দ মুখের ভিড়ে।
পর্দা দুলছে,     ভীষণ একা
নই ত আমি,     ওই ত তুমি,
এক পা দু'পা এগিয়ে এলে।
সময় আমার সময় গেলে,
আছড়ে পড়ে তোমার চোখে
আমার চোখে আষাঢ় নামে।



(পরবাস-৬০, অগস্ট ২০১৫)