আমিই তো ছিলাম এই রাতের মধ্যে আরও একটা রাত্রি হয়ে
নিস্তব্ধ পৃথিবীর কাছে আমিই চেয়েছি শব্দ
আমিই চেয়েছি একটা দরবারি আর অনেকটা ঘন কুয়াশা
যা দিয়ে ঢেকে রাখবো তোমায়, লুকিয়ে রাখবো আড়ালে।
যেখানে প্রতি মুহূর্তে ছুঁতে পারবো মৃত্যুকে – আদিম যৌনতায়।
(পরবাস-৬০, অগস্ট ২০১৫)