Parabaas Musicstore




Subscribe to Magazines





পরবাসে
ইন্দ্রনীল দাশগুপ্তর

লেখা


ISSN 1563-8685




তামাক গন্ধের পথ

মায়ের কাছে ছিল বাঙ্গালদের ভাষা
চূনের কৌটোয় প্রাচীন কত চাবি
তাম্বুলের খোপে সোনার আশরফি
তামাকগন্ধী —

মায়ের কাছে ছিল ব্রিটিশ আমলের
পুরোনো কিছু নাম, নতুন স্মৃতি ফেলে,
অযথা ত্যাগ করে নূতন বস্ত্র,
তাদেরই সঙ্গী —

করার অধিকার ? তামাক গন্ধের
পথের কতবার দেখেছি আমি দ্বার।



(পরবাস-৬০, অগস্ট ২০১৫)