ISSN 1563-8685




পশ্চিমবঙ্গ

সবুজ তার মলিন পুরু ধূলায়
তবু সে ফুল ফোটায় বসন্তে, অপেক্ষায় -
বৃষ্টিতে ধুয়ে যাবে রক্তের দাগ, ধুলো সব,
চেনা মানুষ কথা বলবে আবার চেনা ভাষায় !

আধবোজা চোখে বাঙালি অর্ধসত্য দেখে বাকিটা কল্পনার।
রাস্তার পাশে কয়েকটা ফুলগাছ জানে আসল খুনি কে,
এভাবে চললে আর কিছুদিন -
হয়ত গাছেরাও ফুল ফোটাবেনা আর!



(পরবাস-৬০, অগস্ট ২০১৫)