ISSN 1563-8685
শীত বসন্তের গান
শীত বসন্তের হারিয়ে যাওয়া গান
এখনও লেগে আছে পাড়ার চোখেমুখে
হঠাৎ একদিন বিস্ফোরণ!
হাতের সামনেই অস্ত্র কারখানা
সবাই দেখে আসে বোমা বা পিস্তল
ওই তো এসে গেছে পুলিস ভ্যান
অঞ্জু মারা পড়ে, আহত সাত জন ...
মিডিয়া নিয়মিত খবর করে আসে
পাড়ার মোড় থেকে হঠাৎ উড়ে এসে
শীত বসন্তের গানেরা চলে যায়, কোথায়? কোন্দেশে? গানেরা চলে যায় ...