বছর পেরিয়ে আজ আবার লেখার কাছে ফিরি
এখানে জীবন সেই মলিন গানের মতো বেজে যায়
যেন কিছু পুরাতন রোদ, অজর রয়েছে নৌকায়
ও নৌকা ভেসে গেছে সমস্ত জীবন থেকে দূর মহাদেশে
তুমি তাকে প্রেম দাও, অবকাশ দাও—প্রশ্ন কোরো না কেন
দূরে যাও? একান্তে গভীর হয়ে থাকো
এ আমার ঘরদোর অথচ অন্যের কাছে ঋণী
বাগান, গাছের ছায়া পাখি ও ফড়িং সব পর হয়ে গেছে
ফুল ফোটে তবুও কখনও, আশ্চর্য সম্পর্ক এক
গড়ে ওঠে শাখায় শাখায়
কবেকার সেই কথা তোমাদের নৌকা শোনাবে
যে নৌকা চলে গেছে কবে কোন দূর মহাদেশ
তার কথা মনে করে ভেসে যায় ইমন কল্যাণ
(পরবাস-৬১, ডিসেম্বর ২০১৫)