সৃষ্টিকে বাঁচাতে কি পারিবি
গৃহ কোথা উন্মাদ বারিধি
কোথাও শুষ্ক ভূমি চাই তো
বহুতল অভিযান তাই তো
দিগন্ত গোল নাকি চৌকা
কাঠে পালঙ্ক কাঠে নৌকা
প্রলয়পয়োধি জলে সব্বাই
দুঃখযাপন কিরে সবটাই
হস্তী কি মৃগ বা তরক্ষু
শত জোড়া সন্ধানী চক্ষু
কতদিন নাও কূলে ভেড়ে না
উড়ালপঙ্খী কবে ফেরে না
ঝঞ্ঝার পিছুপিছু নোয়া যায়
ঠাঁই তবু অকুলান শোওয়া দায়
তরঙ্গে মাতামাতি সারারাত
কত দূরে পর্বত আরারাত
(পরবাস-৬২, মার্চ - এপ্রিল, ২০১৬)