প্রতিদিন শহর থেকে খাঁচাবন্দী একটা পাখি কিনেছি
তারপর দু'হাতে উড়িয়ে দিয়েছি আকাশে
তখন সুচারু আকাশ থেকে কারা যেন
ছিটিয়ে দিয়েছে, রামধনুর রঙ
দু'হাতে রঙ মেখে নিয়ে কখন চলে গেছি
প্রাক্তন শতাব্দীর অন্ধকারে ...
পাখি কোথায়?
পাষণ্ডের মতো কামনা সাজিয়ে ঢেলে দিচ্ছি
একুশের কুম্ভে ...
ততক্ষণে ঠেলে চলেছি, পৃথিবীর শেষ জাহাজ
(পরবাস-৬২, মার্চ - এপ্রিল, ২০১৬)