Parabaas Moviestore

2


Parabaas Musicstore




Subscribe to Magazines





পরবাসে
মলয় সরকারের

লেখা


ISSN 1563-8685




দুটি কবিতা



তোমার পাশে আমি কাউকে সহ্য করতে পারি না
তোমার ছায়া -- তাকেও না,
ওরা তোমার বড় অনুগত, সহচর
তবুও তোমার পাশে দেখে গালি দিই 'খচ্চর'
তোমার পাশে সর্বদা আমি আমাকেই দেখি—
মনে মনে, আর কাউকে দেখলেই মাথা গরম,
                 ভাবি একি!
ছাড়বো না কাকেও, শানাব তলোয়ার
আমূল বসিয়ে দেব বুকে, আর
যদিও ওদের সাথে তোমার অনেক টান,
তবু দেখো একদিন, সরিয়ে ওদের
আমি নেবই নেব ওই স্থান।



জানো সরলা,
রোজ রোজ মঞ্চে এসে
লড়াই করতে করতে রাজবেশে
যখন মৃত্যু দৃশ্যে পড়ে যাই স্টেজে,
তুমিও বিলাপ কর কত, রানি সেজে।
আবার স্টেজ অন্ধকার হলে
উঠে যাই সাজঘরে চলে;
ভাবি, হয়ত এমনই একদিন হবে
এমনই মৃত্যু দৃশ্য, আঁধার ঘনাবে
দুই চোখে, তুমিও বিলাপরতা -
আমার পার্ট শেষ, শেষ সব কথা,
শেষ হবে সব আলোচনা —
হয়ত এরপর আমি আর কোনদিন উঠবো না,
সব সাজ ফেলে রেখে
শুধু মঞ্চের নীল আলো গায়ে মেখে
চলে যাব অসীম সাগর তীরে
স--- ব যত নাটকের মায়াজাল ছিঁড়ে।



(পরবাস-৬২, মার্চ - এপ্রিল, ২০১৬)