মহীনের ঘোড়া
ঘুরে বেড়ায় মহেঞ্জোদড়োয়
সে একা বহু হাজার বছরের সাক্ষী
তার বক্র শিং আকাশভেদী
গলার হাড়গুলি মালায় গাঁথা।
চারপাশে ছড়ানো রহস্যময়
অক্ষরগুলি ইতিহাসের
ধোঁয়াটে পর্দার আড়ালে
উঁকি-ঝুঁকি মারে...
মহীনের ঘোড়াটি
একা ঘুরে বেড়ায়
ইতিহাসের লাল মাটির
ধূলায় পদচিহ্ন ফেলে...
(পরবাস-৬২, মার্চ - মে, ২০১৬)