ISSN 1563-8685




সম্পাদকীয়

সত্যি তিনমাসের মধ্যে আবার একটা বেশ বড়ো আকারের পরবাস-৬৩ আপনাদের দিতে পারছি ভেবে খুব ভালো লাগছে। এতে আছে ৮-টি বইয়ের বিশদ আলোচনা, ১৮টি গল্প, ৪৫টি কবিতা, ও আরো অনেক কিছু। সব মিলিয়ে প্রায় ৮০-টি 'রচনা'। আশা করতে ক্ষতি নেই যে হয়ত একসময় আমরা আবার প্রতি দু'মাসে একটা করে সংখ্যা বের করতে পারব। এবং সেটা করতে গেলে শুধু গল্প বা কবিতা দিলে তো হবে না, অন্য বিষয়েও লেখা চাই। কাজেই হে লেখক/শিল্পীগণঃ কলম, কীবোর্ড, ক্যামেরা ইত্যাদি নিয়ে তৈরি হ'ন--প্রবন্ধ, নাটক, ছবি, গান, ছোটো মৌলিক সিনেমা-ক্লিপ, কার্টুন ইত্যাদি পাঠাতে থাকুন। অন্য কোন কাজে যোগ দিতে চাইলে, বা কোনো নতুন জিনিশ সম্বন্ধে উপদেশ দিতে চাইলে সেটাও জানান।

সাবর্ণি চক্রবর্তীর 'সন্ধ্যাবেলা' ধারাবাহিক উপন্যাসটি এই সংখ্যাতে শেষ হল। আশা করছি পরের সংখ্যা থেকে নতুন একটা উপন্যাস শুরু করতে পারব।

আরো একবার মনে করিয়ে দিচ্ছি যে পরবাস এখন 'ফেসবুক'-এ উপস্থিত, এবং আপনাদের অনুরোধ করছি আপনারা পরবাস-পাতায় যোগ দিন। আপনার বন্ধুদেরও জানাবেন এই খবর। তবে পরবাসে প্রকাশিত লেখার উপর আপনাদের মন্তব্য আমাদের সরাসরি পাঠাবেন, এই অনুরোধ রইল।



(পরবাস-৬৩, ৩০ জুন, ২০১৬)