মেঘ দেখতে ভাল্লাগে তাই
বৃষ্টি মাখি রোদ্দুরেও,
থমকে থাকো ইচ্ছে হলে,
ইচ্ছে হলে, পুল পেরোও।
নদী কিন্তু ঠিক চিনেছে
ইচ্ছেডানার মাছরাঙ্গা,
বলব তাকে সাঁঝমিতালির
গল্প অলীক, বাঁধভাঙ্গা?
ডানা ভাসায় ঝড়ের বাতাস
ডানা ভাসায় মেঘপারে,
মেঘ ভাসানো আকাশ জানে
বজ্রবিরূপ ঝংকারে।
মেঘ দেখতে ভাল্লাগে তাও
আকাশ ছোঁয়ার স্পর্ধা নয়—
পালিয়ে বেড়াই মেঘ এড়িয়ে,
থমকে থাকো, বৃষ্টিভয়।
(পরবাস-৬৪, ৩০ সেপ্টেম্বর, ২০১৬)